সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

 স্ত্রীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৯ অক্টোবর, ২০২৪  

বিশেষ প্রতিনিধি,গাজীপুরের কালীগঞ্জের শাকিরিন আক্তার (২০) নামে বিবাহবিচ্ছেদ হওয়ার স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা মামলার প্রধান আসামি সাইদুর রহমান সানিকে (২৬) গ্রেপ্তার হয়েছে। র‌্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা-পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে সোমবার রাতে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোড হাসেমবাগ এলাকায় থেকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তার সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেইট পিডিবি এলাকার বাসিন্দা। হত্যার শিকার শাকিরিন আক্তার একই উপজেলার জামালপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি এক সন্তানের জননী। শাকিরিন সঙ্গে সানির বিবাহ বিচ্ছেদ হয়েছে।

ওসি জানান, শাকিরিন আক্তার হত্যা মামলায় পলাতক আসামি সানি নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোড হাসেমবাগ এলাকায় অবস্থানের খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর তার জবানবন্ধি অনুযায়ী ঘটনাস্থাল থেকে শাকিরিন ওরনা ও পার্স উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিরিনকে ধর্ষণের পর গলায় ওরনা পেচিয়ে শ্বাসরুধে হত্যার কথা শিকার করেছে।

এর আগে গাজীপুরের কালীগঞ্জে সাবেক স্বামী সাইদুর রহমান সানির সঙ্গে চলতি বছরের ২২ সেপ্টেম্বর ঘুরতে গিয়ে শাকিরিন আক্তার নামের ওই নারী নিখোঁজ হন। পরে ২৫ সেপ্টেম্বর রাতে শাকিরিনের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির একদিন পর ২৬ সেপ্টেম্বর বিকেলে নিহতের নিজ গ্রাম থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা-পুলিশ।