সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শহরে অস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৯ অক্টোবর, ২০২৪  

জেলা প্রতিনিধি, কক্সবাজার শহরের ছয় নম্বর জেটিঘাট থেকে ৪টি দেশীয় তৈরি অস্ত্রসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।গতকাল সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের এসপি মো. রহমত উল্লাহ।

গ্রেপ্তার আসামিরা হলেন- দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশীদা আক্তার (২৬), তাদের উভয়ের বাড়ি টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ায়।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে শহরের ছয় নম্বর জেটিঘাট পন্টুন থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৪টি অস্ত্র উদ্ধার করা হয়। তারা মহেশখালী থেকে স্পিডবোট নিয়ে এসে পন্টুনে অবস্থান নিয়েছিলেন।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এসপি রহমত উল্লাহ।