সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নতুন স্টেশনে দুই বছর পর রূপপুরে এলো প্রথম যাত্রীবাহী ট্রেন

প্রকাশিতঃ ২৯ অক্টোবর, ২০২৪  



জেলা প্রতিনিধি,

পাবনার ঈশ্বরদীর নতুন স্টেশন রূপপুর রেলওয়ে স্টেশনে দুই বছর পর প্রথমবারের মত এল যাত্রীবাহী ট্রেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীস্থ বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে একটি কমিউটার ট্রেন রূপপুর থেকে রাজশাহী ফিরে যায়।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই স্টেশন উদ্বোধনের পর গত প্রায় ২ বছর পর কোনো ট্রেন এই স্টেশনে চলাচল করেনি। এই প্রথম রূপপুর স্টেশনে যাত্রী নিয়ে এসে একটি ট্রেন ফিরে গেছে রাজশাহীতে।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ রূপপুরে তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সফর করানোর জন্য রেলের নিকট আবেদন করায় রেল কর্তৃপক্ষ এই কমিউটার ট্রেন রিজার্ভেশন দিয়ে রূপপুর স্টেশন পর্যন্ত একদিনের জন্য চলাচলের অনুমতি দেয় বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, শিক্ষা সফর ও বনভোজনের উদ্দেশ্যে ৮টি বগিসহ ট্রেন রিজার্ভ করা হয়। পরে রাজশাহী থেকে রূপপুর স্টেশনে এসে সফলভাবে রাতে ফিরে যায় ট্রেনটি।

রূপপুর স্টেশনে আসা প্রথম ট্রেনের যাত্রী পিয়াল হোসেন জানান, আমরা নতুন এই স্টেশনে প্রথম ট্রেনের যাত্রী হিসেবে এসে ভালোভাবে ফিরে গেছি।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ্ সূফি নূর মোহাম্মদ বলেন, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে রাজশাহী হয়ে রহনপুরের মধ্যে চলাচলকারী আন্তঃনগর কমিউটার ট্রেনটি সপ্তাহের প্রতি সোমবার চলাচল বন্ধ থাকে।