মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজয়নগরে ইয়াবা সহ মাদকব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিতঃ ২৮ অক্টোবর, ২০২৪  

বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকসহ একজনকে গ্রেফতার করেছে আউলিয়া বাজার ফাঁড়ির পুলিশ।

গ্রেফতারধ্ত আসামি জেলার সরাইল উপজেলার পাকশিমুলিয়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৫) ।

রবিবার বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়া বাজার আইড়া রোডে আই সি রঞ্জন কুমারের নেতৃত্বে এস আই দেলোয়ার সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করা হয়। এসময় আলমগীর হোসেনের হেফাজত হতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।