সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মিরপুরে সাকিব ভক্ত এবং বিপক্ষ দলের মারামারি

প্রকাশিতঃ ২০ অক্টোবর, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট,       মিরপুরে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের সঙ্গে তার বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২০ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে সাকিব ভক্তরা তাকে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে নেয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল সাকিব আল হাসানের। তবে দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তা হচ্ছে না। গণমাধ্যমকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এমনটায় জানায়।

এছাড়া সাকিব ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলেন, নিরাপত্তাঝুঁকির কারণেই দেশে ফেরা হচ্ছে না তাঁর।

সাকিব ভক্তরা শুক্রবার (১৮ অক্টোবর) মিরপুরে জড়ো হন। বৃষ্টি মাথায় নিয়েই বিক্ষোভ করেন তারা। রোববার স্টেডিয়ামমুখি লংমার্চেরও ঘোষণা দিয়েছিলেন সাকিব ভক্তরা।

তবে দুপুর নাগাদ তাদের সেই লংমার্চে হাতেগোনা কিছু লোক জড়ো হয়েছিলেন।

জানা যায়, সাকিব আল হাসানের ভক্তরা মিরপুর ১ নম্বরে শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে চেয়েছিলেন। তবে সেখানে আগে থেকে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা অবস্থান নেন। ফলে সাকিবভক্তরা মিডিয়া গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।