সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশিতঃ ২০ অক্টোবর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক খানের দিক নির্দেশনায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ্ আল মামুনে’র নেতৃত্বে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ( নিরস্ত্র) মো: সোহেল রানা, এ এসআই (নিরস্ত্র) মো: গোলাম কিবরিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালায়। এসময় উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেল স্টেশন বাজার হইতে নারী মাদক কারবারীর দুইটি ব্যাগের ভিতরে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটক নারী মাদক কারবারি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার পশ্চিম আউড়া মুন্সিবাড়ীর মৃত শাহজালাল মুন্সির মেয়ে মোছা: শারমিন আখতার লিজা (৩৩)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গাঁজা পাচারকারী নারীক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।