সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা ভেঙে নদীতে জাল, ১৭ জেলের কারাদণ্ড

প্রকাশিতঃ ১৭ অক্টোবর, ২০২৪  

বিশেষ প্রতিনিধি, চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জেলেকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৫০ কেজি ইলিশ, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।এ সময় নদীতে মাছধরা অবস্থায় ১৭ জেলেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন।এ সময় তিনি বলেন, আটক জেলেদের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

কোস্টগার্ডের এই অভিযানে সহযোগিতা করেন, চাঁদপুর স্টেশন কমান্ডার, সংশ্লিষ্ট সদস্য ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে সবধরণের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।