মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ১৩ অক্টোবর, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ অক্টোবর)দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো উপজেলার ধীতপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের আক্কেল আলীর ছেলে ইনসাফ আলী (০৪) ও তার আপন ছোট ভাই আশরাফ আলীর ছেলে সাড়ে তিন বছরের আদিল।  

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল।কোনো এক এসময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুরা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে আশপাশ ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক ও শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।