সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঢাকা-সিলেট মহাসড়কে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি, থান কাপড় জব্দ

প্রকাশিতঃ ০৪ অক্টোবর, ২০২৪  

বিশেষ প্রতিবেদক,ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার কেমনি এলাকায় অভিযান চালিয়ে প্রাক ভর্তি ভারতীয় শাড়ি, থান কাপড় ও ক্লোজআপ ক্রীম আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমদাদুল বারী জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে বিজিবি টহল দল উপজেলার জগদীশপুর মুক্তি যোদ্ধা চত্ত্বর এলাকায় চোরাচালান বিরুদ্ধী অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাক আটক করে তল্লাশী চালিয়ে বালুর নিচে লুকানো অবস্থায় ১,৯০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী, ২০,৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং ১০,৮৮২টি ক্লোপ-জি ক্রীম আটক করে যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এসময় চোরাই কাজে ব্যবহৃত ট্রাক আটক করে। আটককৃত মালামাল কাস্টমস এ জমা দেয়া হয়েছে।