নিজের দেড় বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন করলেন মা!
প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪
সোনার বাংলা ৭১ রিপোর্ট,ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজের শিশু সন্তানকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছেন এক নারী। শুধু তাই নয়, নির্যাতনের ওই ঘটনার ভিডিও স্বামীকে পাঠিয়ে টাকা দিতে বলেছেন তিনি। শিশুকে নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্বামী তুষার মিয়ার কাছে পাঠানো গত ২৪ সেপ্টেম্বরের ওই ভিডিওতে দেখা যায়, শিশুটির মা সরুফা আক্তার তার বাবার বাড়ির সামনের রাস্তার ওপর নিজের সন্তানের মুখে কালো কাপড় দিয়ে আটকিয়ে শিশুটিকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে নির্যাতন করছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির পিতা মো. তুষার মিয়া। নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কুণ্ডা গ্রামের আলী হোসেনের মেয়ে সরুফা আক্তারের সঙ্গে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা বজরা গ্রামের ফারুক মিয়ার ছেলে তুষারের বিয়ে হয়। আড়াই বছর সংসার করার পর তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। তাদের ঘরে ফাতেমা আক্তার নামে দেড় বছরের একটি শিশু সন্তান আছে। কিন্তু মনোমালিন্যের কারণে স্ত্রী সরুফা আক্তার দীর্ঘদিন ধরে তার বাবার বাড়ি থাকছেন। কিছুদিন ধরে তিনি তার স্বামীকে টাকা পাঠানোর জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।
শিশুটির বাবা তুষার মিয়া জানান, ভিডিওটি সরুফা আমার ইমোতে পাঠিয়েছে এবং বলেছে এটাই শেষ না, আরো দেখবি। আমার সন্তানের এমন ভিডিও দেখে আমি ইব্রাহিমপুরে ছুটে এসেছি। আজ সামাজিকভাবে আমাদের ছাড়াছাড়ি হয়েছে।
শিশুটির মামা কামরুল জানান, ভিডিওটি প্রথমে দেখে মনে হয়েছিল এটি টিকটক হবে। পরে দেখি এটি আমার ভাগনি। সঙ্গে সঙ্গেই আমরা বাড়িতে চলে এসেছি। একটি শিশুর সঙ্গে এমন ঘটনা আসলে দুঃখজনক। এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে শিশুটির মা সরুফা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের বলেন, এমন একটি বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এটি পারিবারিক বিরোধের কারণে হতে পারে।