সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাত্র-জনতার আন্দোলনে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪  

জেলা প্রতিনিধি,ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় আব্দুর রহমান শামীম (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার লেমুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শামীম সদর উপজেলার লেমুয়া এলাকার সালেহ আহাম্মদের ছেলে। তিনি লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।  

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেমুয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তেরোবাড়িয়ার ইসমাইল কাজী বাড়ি থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়।  

শামীম গত ১৯ জুলাই শহরের বড় মসজিদ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি। এ ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন  বলেন, তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।