ট্রাকসহ ৪ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪
নিজস্ব
প্রতিবেদক,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির বিশেষ টহলদল অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মুল্যের ভারতীয় শাড়ী ও একটি ট্রাক জব্দ করেছে। ট্রাকে শাড়ির বস্তার উপর অভিনব কায়দায় পাথর খালি ড্রাম দিয়ে ঢেকে রাখাছিল।
রবিবার দুপুরে সরাইল ২৫ ব্যাটালিয়ন ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্ ও মেজর মোঃ মইনুল আলম, আর্টিলারি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কর চান্দুরা নামক এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ১টি ট্রাক ভর্তি ভারতীয় মালামাল আটক করেন। এতে প্রায় ৪ কোটি টাকা মুল্যের ভারতীয় শাড়ি রয়েছে।