সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪  

জেলা প্রতিনিধি, টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার এলেঙ্গা সুপার মার্কেটের পেছনে পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, তিন দিন ধরে নিখোঁজ ছিল জিহাদ। রোবববার দুপুররে দিকে মার্কেটের এক কর্মচারী জিহাদের লাশটি দেখতে পেয়ে লোকজনকে বললে তারা থানায় খবর দেন। পরে পুলিশ জিহাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে কালিহাতি থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পরিত্যক্ত একটি ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।