সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাত্র আন্দোলনে নিহত শামীমের বাড়ীতে জেলা প্রশাসক

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪  



নিজস্ব
প্রতিবেদক,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ শফিকুল ইসলাম শামীমের বাড়িতে সাক্ষাৎ করতে আসেন জেলা প্রশাসক হবিগঞ্জ।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ২১ জুলাই ঢাকার সাভার এলাকায় আন্দোলনে নিহত হন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শেখ শফিকুল ইসলাম শামীম।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত হওয়া শেখ শফিকুল ইসলাম শামীমের বাড়িতে গিয়ে নিহতের স্ত্রী পিয়ারা বেগম ও তার স্বজনদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন নবাগত জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান। তিনি নিহতের স্ত্রী ও স্বজনদের সান্ত্বনা প্রদান ও ধৈর্য্য ধারণ করতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের স্থানীয় সরকার উপ পরিচালক প্রভাংশু সোম মহান, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।