রাজধানীর সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪
সোনার বাংলা ৭১ রিপোর্ট, রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
আজ মঙ্গলবার দুপুর থেকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েজন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন,আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। কী কারণে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।’
ঘটনাস্থলে থাকা ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, ‘দুপুর ১২টার পর থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ’