সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

 ব্রিজের সঙ্গে বালুর ট্রলারের ধাক্কা, চালকের মৃত্যু

প্রকাশিতঃ ০৭ সেপ্টেম্বর, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ব্রিজের সঙ্গে ট্রলারে ধাক্কায় মোঃ মিলন হোসেন হাওলাদার (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নে কুমারখালি বাজার সংলগ্ন বলেশ্বর নদীতে এ ঘটনা ঘটে ।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ-আলম হাওলাদার।

নিহত মিলন হাওলাদার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া গ্রামের মোঃ দেলোয়ার হসেনের ছেলে।

এ সময় তার সাথে থাকা না‌জিরপুে উপজেলার গাওখালী গ্রামের সজল সরকার নামে আর এক যুবক আহত হন।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনাচর্জ ওসি মো: শাহ আলাম হাওলাদার বলেন, ‌মিলন হাওলাদার ট্রলা‌রের চালক ছি‌লেন চালকের অসাবধানতায় ব্রিজের রে‌লিং এবং ট্রলা‌রে আটকা প‌ড়ে মাথা কে‌টে আলাদা হ‌য়ে ঘটনাস্থ‌লে মৃত‌্যুবরণ ক‌রেন। ঘটনাস্থ‌লে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ লাশ উদ্ধার ক‌রে‌ছি।