সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নারীর গোসলের দৃশ্য ধারণের অভিযোগে দুই টিকটকার আটক

প্রকাশিতঃ ০৬ সেপ্টেম্বর, ২০২৪  

সোনার বাংলা ৭১ ডেস্ক:নেত্রকোনার পূর্বধলায় এক নারীর গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার অভিযোগে উজ্জ্বল মিয়া (২৪) ও দীন মোহাম্মদ খান ওরফে শিপন (২০) নামের দুই টিকটকারকে আটক করেছে সেনাবাহিনী।

 বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা তাদের পূর্বধলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উজ্জ্বল মিয়া গত বুধবার বিকালে গোপনে গ্রামের এক নারীর গোসলের ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি ওই নারী বুঝতে পেরে চিৎকার করেন। তখন আশপাশের লোকজন এসে উজ্জ্বলকে আটক করে। ততক্ষণে উজ্জ্বল তার মোবাইল ফোনে ধারণ করা গোসলের ভিডিও ডিলিট করে দেন। কিন্তু মোবাইল চেক করতে গিয়ে পূর্বের ধারণ করা গোসলের ভিডিও দেখতে পায়। পরে মোবাইল ফোন রেখে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়। 

এ বিষয়ে পরে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ জানায় ভুক্তভোগীর পরিবার। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করে। জিজ্ঞাসাবাদে দীন ইসলাম নামে আরও একজন জড়িত বলে জানান উজ্জ্বল। পরে দীন ইসলামকেও অভিযান চালিয়ে আটক করা হয়। 

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ তাজুল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে দুই টিকটকারের বিরুদ্ধে পূর্বধলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।