সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাঞ্ছারামপুরের ইউপি চেয়ারম্যান জনি গ্রেপ্তার, ৮ দিনের রিমান্ড

প্রকাশিতঃ ২৬ আগস্ট, ২০২৪  



নিজস্ব
প্রতিবেদক,

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান ওরফে জনিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় গত বৃহস্পতিবার রাতে ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়।

গত শুক্রবার তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ বাঞ্ছারামপুরের ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখায়।

কাজী জাদিদ আল রহমান ওরফে জনি বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলামের ভাগ্নে। বাঞ্ছারামপুরে তিনি তার মামার পক্ষে সব কিছু দেখভাল করতেন।

গোয়েন্দা পুলিশ শুক্রবার বিকেলে জনিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক সাদেকুর রহমান তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবদুস শহিদ বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে কাজী জাদিদ আল রহমানকে আটক করে। পরে আমাদের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক সাদেকুর রহমান তার ৮দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খোকন বলেন, ২০২২ সালে বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নকে আওয়ামী ক্যাডাররা পুলিশের ছত্রছায়ায় হত্যা করেছিল। এই হত্যাকান্ডে জনি চেয়ারম্যান জড়িত। তখন নয়নের পরিবার আদালতে একটি মামলা দায়ের করলেও তা গ্রহন করা হয়নি।

তৎকালীন স্থানীয় এমপি ক্যাপ্টেন তাজের নির্দেশে মামলাটি খারিজ হয়। এখন মুক্ত পরিবেশ হওয়ায় পুলিশের মামলায় জনি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। আদালত তার ৮ দিনের রিমান্ড দেয়।