নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫
প্রকাশিতঃ ২২ আগস্ট, ২০২৪
নিজস্ব প্রতিবেদক,নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুলি ও টোটার আঘাতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বুধবার (২১ আগস্ট) বিকেল থেকে শুরু হয়ে আজও থেমে থেমে চলা সংঘর্ষটি জেলার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দুই গ্রুপের মধ্যে হয়।
নিহতরা হলেন— শ্রীনগর এলাকার দিরুজা বেগম (৩৫), জুনাইদ মিয়া (১৫), আনিস মিয়া (৩০), আমির হোসেন (৭০) এবং বাদল মিয়া (৪৫)।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুলি ও টোটার আঘাতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
সর্বশেষ বুধবার রাতে দু’পক্ষের মধ্যে রাতভর তুমুল টেঁটা ও বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় উভয় পক্ষের প্রায় অর্ধশত আহত ও ৫জন নিহতের ঘটনা ঘটে। আহতের অধিকাংশ ও নিহতরা সবাই ফিরোজ মেম্বারের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলো: শাহ আলমের ছেলে ইমরান (২৩), সুলতান মিয়ার ছেলে শহিদ মিয়া (৭০), বনি মিয়ার ছেলে এরশাদ মিয়া (৪০), মৃত দারু মিয়ার ছেলে জসিম মিয়া, মৃত ইউনূছ মিয়ার ছেলে আমির হোসেন (৫০), সম্ভু মিয়ার ছেলে আব্বাস আলী (৫০), বাচ্চু মিয়ারে ছলে জয় (১৯), আয়নুল মিয়ার ছেলে শাহারাজ (২২), বজলু ফকিরের ছেলে তাজুল ইসলাম (৩৮), মালেক মিয়ার ছেলে মাসুম মিয়া (১৯), জামাল মিয়ার ছেলে ইদন মিয়া (২৩), মৃত সব্দর আলীর ছেলে মনসুর আলী (৫০), মজিদ মিয়ার ছেলে দুলাল মিয়া (৬০), আবির মিয়ার ছেলে সৌরভ আলী (৩৫), ফরিদ মিয়ার ছেলে আয়মান (২০), মহন মিয়ার ছেলে তোফাজ্জল (২৫), মাইন উদ্দিনের ছেলে সায়মান (১৪), শাহ আলমের ছেলে মাসুদ (২৩), আসাদের ছেলে সানজিদ (১৮), গিয়াস উদ্দিনের ছেলে তানভির (২০), আতাবর হোসেনের ছেলে সোহান মিয়া (২০), জাবিন মিয়ার মেয়ে তানজিনা (১৯), মানিক মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১), আসমত আলীর ছেলে আলী আকবর (৩৮) সহ প্রায় অর্ধশত।
এ ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হালিম বলেন, এটা আধিপত্য নিয়ে দীর্ঘদিনের দ্বন্ধ। এখন পর্যন্ত ৩জনের মৃত্যুর খবর পেয়েছি। আহত হয়েছে অনেকেই। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানাতে পারবো।