চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহকর্তাকে হত্যা
প্রকাশিতঃ ১৬ আগস্ট, ২০২৪
নিজস্ব প্রতিবেদক,হবিগঞ্জে চুনারুঘাটের পল্লীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের এলোপাথাড়ি দেশীয় অস্ত্রের আঘাতে গৃহকর্তা আব্দুল হামিদ (৫৬) নিহত হন।
গত বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে চুনারুঘাট উপজেলার উত্তর রানীগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এ এসপি সার্কেল নির্মলেন্দ্র ও সেনাবাহিনী কর্মকর্তাসহ থানা পুলিশ।
জানা গেছে, চুনারঘাট থানা পুলিশ বৃহস্পতিবার সকাল ১১টায় মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছন। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।