মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহকর্তাকে হত্যা

প্রকাশিতঃ ১৬ আগস্ট, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,হবিগঞ্জে চুনারুঘাটের পল্লীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের এলোপাথাড়ি দেশীয় অস্ত্রের আঘাতে গৃহকর্তা আব্দুল হামিদ (৫৬) নিহত হন।

গত বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে চুনারুঘাট উপজেলার উত্তর রানীগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এ এসপি সার্কেল নির্মলেন্দ্র ও সেনাবাহিনী কর্মকর্তাসহ থানা পুলিশ।

জানা গেছে, চুনারঘাট থানা পুলিশ বৃহস্পতিবার সকাল ১১টায় মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছন। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।