সড়কের বেহাল দশায় বাজার অচল
প্রকাশিতঃ ১৫ জুলাই, ২০২৪
জেলা প্রতিনিধি, বাজারে যাওয়ার একমাত্র সড়কটির বেহাল দশায় চলাচল করা যাচ্ছে না। সেজন্য ক্রেতাও আসেন না। এই পরিস্থিতিতে প্রায় দুইমাস ধরে বাজারটি অচল হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে দোকান বন্ধ করে দিয়েছেন বিক্রেতারা।
এতে গ্রামের লোকজন ভোগান্তিতে পড়েছেন।
বাজারটির নাম মগবাজার। এটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় অবস্থিত। সড়কটির অবস্থা এতই বেহাল যে সাধারন মানুষ পায়ে হেটে চলাচল করতে পারে না।
এতে বাজারের সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে দোকানের মালামাল বিক্রি করতে না পারায় অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে বাজারে গিয়ে দেখা যায়, বাজারের মধ্য দিয়ে যাওয়া সড়কটি কাদায় একাকার। কেউ বাজারে যেতে পারছেন না।
বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলছে।
স্থানীয়রা জানান, আগে বাজারটি রমরম ছিল। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় এখন কেউ বাজারে আসেন না। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।
এক ব্যবসায়ী মো. হাবিবুর রহমান জানান, বর্ষাকাল আসতেই বাজারটির রাস্তা খারাপ হয়ে যায়।
ফলে বাধ্য হয়েই দোকানপাঠ বন্ধ করে দিতে হয়।
এলাকার ইউপি সদস্য নুরুল আমীন বলেন, ‘প্রয়োজনীয় বরাদ্ধ না পাওয়ায় বাজারের রাস্তার উন্নয়ন করা সম্ভব হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দেশের রাস্তাঘাটের উন্নতি হলেও আমাদের ভাগ্যে উন্নয়ন নেই।’
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, ‘আমি খোঁজ নিয়ে ওই সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহন করবো।’