বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুকুরের কামড়ে আহত ৪,  এলাকায় আতঙ্ক 

প্রকাশিতঃ ১৫ জুলাই, ২০২৪  

জেলা প্রতিনিধি, বরগুনার পাথরঘাটায় বেল্লাল হোসেন নামের এক ব্যাক্তির পালিত পাগলা কুকুরের কামড়ে ৪ জন আহত হাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলাঠিমারা এলাকার এ ঘটনা ঘটে। বেলাল হোসেনের পালিত কুকুরের জন্য এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলো, একই এলাকার আব্দল হালিম হাওলাদারের ছেলে ঈসা (৩০), মো. আজাহার হাওলাদারের ছেলে আব্দুল মান্নান (৭০), মোসলেম আলীর ছেলে সুমন (১৮) এবং আদম আলীর ছেলে শাহ জাহান (৫০)। তাদের মধ্যে শাহ জাহানের হাতের একটি আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেছে।

আহত ঈসা জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা বাজারে সকাল সাতটার দিকে তারা সবাই আসেন। এর কিছুক্ষণ পরেই চলারলাঠিমারা এলাকার বেলাল হোসেনের পালিত ৪টি কুকুর হঠাৎ বাজারের মধ্যে প্রবেশ করে ইশা, মন্নান, সুমন ও শাজাহানের উপর আক্রমণ করে।

আহতরা আরো জানান, দীর্ঘদিন ধরে ওই বেলাল হোসেন কুকুর গুলো পালন করছে। এই কুকুর মানুষের গরু, ছাগলসহ গৃহপালিত পশু পাখিকে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করে। এমনকি হরিণঘাটা বনের মধ্যে ঢুকে হরিণের উপর আক্রমণ করে মেরে ফেলে। এ নিয়ে কুকুরের মালিক বেলালের কাছে জানালে তিনি উল্টো ধমক দেন।

বেল্লালের বড় ভাই হিরু দফাদার জানান, তার ছোট ভাই বেল্লালের পালিত ৪ টি কুকুর হরিণঘাটা বাজারে মধ্যে এসে ৪ জনকে কামড়ে আহত করেছে। তারদের মধ্যে একজনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলেছে। বিষয়টি বেল্লালকে জানালে সে উল্টো অকথ্য ভাষায় গাল মন্ধ করেন।

বিষয়টি নিয়ে বেল্লাল হোসেনের মুঠোফোনে কল দিলে রিসিভ করে জানান তিনি, ফোনের কাছে বেল্লাল নেই।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, পাথরঘাটায় প্রতিদিনই চার থেকে পাঁচ জন লোক কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। সরকার থেকে যে পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করা হয় তাতে সকল রোগীকে ভ্যাক্সিন দেয়া সম্ভব হয় না। অন্য উপজেলার চেয়ে পাথরঘাটায় কুকুরের কামড়ে আহত বেশি হয়।

সরকারের পদক্ষেপ নেওয়া উচিত পাথরঘাটা উপজেলায় ভ্যাকসিন এর পরিমাণটা বেশি সরবরাহ করা। তাছাড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকেও যদি কুকুরদের ধরে ভ্যাকসিন দেয়া হয় তাহলে আক্রমণ হলেও বড় ধরনের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে।