কালভার্টের মুখ ভরাট করে বাড়ি, সেই জমিতেই পানি নিষ্কাশন নালা
প্রকাশিতঃ ১৫ জুলাই, ২০২৪
জেলা প্রতিনিধি,কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানি নিষ্কাশনের নালা ও কালভার্টের মুখ ভরাট করে বসতবাড়ি নির্মাণকারী ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) মোজাম্মেল হকের জমি দিয়ে নতুন করে নালা কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৩ জুলাই) দুপুরে সরেজমিন পরিদর্শনে এসে স্থানীয় কৃষকদের সঙ্গে আলাপ-আলোচনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতিক্রমে নতুন করে নালা নির্মাণের এ সিদ্ধান্তের কথা জানান বড়ভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু।
এর আগে ফসলি জমির পানি নিষ্কাশনের নালা ও কালভার্টের মুখ ভরাট করে জলাবদ্ধতা সৃষ্টি করায় মোজাম্মেল হকের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। অভিযোগ পাওয়ার পর ইউএনও রেহনুমা তারান্নুম উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে গত বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনে আসেন। ওই দিন তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে বলে কৃষকদের আশ্বাস দেন। সেই দিনই তিনি বড়ভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।
জলাবদ্ধতার সংকট সমাধানের নির্দেশনা পেয়ে বড়ভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ও স্থানীয় ইউপি সদস্য সবুজ প্রামানিক ঘটনাস্থলে আসেন। তারা অভিযোগকারী কৃষকদের সাথে আলাপ-আলোচনা করে নতুন করে পানি নিষ্কাশনে জন্য ইউড্রেন নির্মাণের সিদ্ধান্তের কথা জানান।
নতুন করে ইউড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় কৃষকরা বলেন, পানি নিষ্কাশনের নালা ও কালভার্টের মুখ ভরাট করে মোজাম্মেল হক। অভিযোগ দায়েরের পর দ্রুত সংকট নিরসনে এগিয়ে আসায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
ঘটনাস্থলে এসে বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, মোজাম্মেলের বাড়ির পাশেই তার মালিকানাধীন যে জমি আছে সেই জমিতে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় দ্রুত পাকা ইউড্রেন নির্মাণের কাজ শুরু করা হবে। আপাতত পানি নিষ্কাশনের জন্য এখানে মোটা পাইপ পুঁতে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ইউএনও রেহনুমা তারান্নুম বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে ইউপি চেয়ারম্যানকে সংকট নিরসনে নির্দেশ দেওয়া হয়েছিল। চেয়ারম্যান তাকে জানিয়েছেন সেখানে জলাবদ্ধতা সমস্যার সমাধান তিনি করেছেন।