সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অবৈধভাবে বালু উত্তোলন করায় পাঁচজনের কারাদণ্ড

প্রকাশিতঃ ১৫ জুলাই, ২০২৪  

জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত মহালের বাইরে থেকে থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে শনিবার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রকিবুল হাসান তাদের এ সাজা দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভলকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৫০), একই জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ বিলডগা গ্রামের আল আমিন (২৯), ভূঞাপুর উপজেলার চিতুয়াপাড়া গ্রামের রহিম বাদশা (৩০), সিরাজগঞ্জ শহরের জানপুর মহল্লার মো. সবুজ (২৫) ও  ধানবান্ধি মহল্লার রুবেল ভূইয়া (৪৫)।  

সহকারী কমিশনার (ভূমি) এস এম রকিবুল হাসান জানান, শনিবার দুপুরে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়াসংলগ্ন ক্রসবার বাঁধ-১ এলাকায় অভিযান চালানো হয়।এ সময় নির্ধারিত মহালের সীমানার বাইরে থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় পাঁচজনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। বিকেলে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।