কসবায় ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
প্রকাশিতঃ ১৪ জুলাই, ২০২৪
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারের দুটি গুদাম ঘর থেকে এসব চিনি উদ্ধার করা হয়। এ সময় গুদামের মালিকেরা পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, কসবা উপজেলার নয়নপুর বাজার ভারতীয় সীমান্তবর্তী এলাকা। সীমান্ত দিয়ে আসা চোরাই চিনি উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়িরা গুদামজাত করে রাখে।
গোপন সংবাদের ভিত্তিতে নয়নপুর বাজারের ব্যবসায়ি আইয়ূব খান ও অমিত হাসান জয়ের গুদামে অভিযান চালিয়ে ৭০ বস্তা (৩৫০০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, শনিবার রাতে নয়নপুর বাজারের ব্যবসায়ি আইয়ুব খান ও অমিত হাসান জয়ের গুদাম থেকে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।