সীমান্তে হত্যা নয় গ্রেপ্তার করুন, বিচার আমরা করব :বিজিবি মহাপরিচালক
প্রকাশিতঃ ১২ জুলাই, ২০২৪
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ভারতীয় সীমান্তে যারা খুন হচ্ছেন, তারা বেশির ভাগই ভারতে অনুপ্রবেশ করছেন। এমনকি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওপর আক্রমণও করছেন তারা। তবে গুলি না করে বিএসএফকে গ্রেপ্তার করতে বলা হয়েছে। গ্রেপ্তার করে আমাদের হাতে দিলে আমরা বিচার করব। সীমান্ত হত্যা কখনও মীমাংসা হতে পারে না। গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দিন। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তাপারের বন্যাদুর্গত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় ২৫০ জন বন্যাদুর্গত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, চিড়া, গুড়, নুডুলস, লবণ, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে শুধু বাংলাদেশি মারা পড়ছেন না; যেসব ভারতীয় নাগরিক সীমান্তে চোরাকারবারি করছেন, তাদেরও গুলি করা হচ্ছে। এসব বিষয়ে জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে বিজিবি সচেতনমূলক সেমিনার করছে। কখও মসজিদ-মন্দিরসহ সীমান্তে অনুষ্ঠান করে সচেতন করা হচ্ছে। এ ছাড়াও চোরাকারবারিসহ অনেক সাধারণ মানুষকে দোকান ও ভ্যানগাড়ি কিনে দেওয়া হয়েছে, যেন তারা আগের পেশায় ফিরে না গিয়ে সাধারণ জীবন যাপন করতে পারেন। বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমে এসেছে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিজিবি সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবির রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ এবং তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মোসাহিদ মাসুম প্রমুখ।