মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খনন করার সময় মাটি চাপায় দুই শ্রমিক নিহত

প্রকাশিতঃ ১১ জুলাই, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙ্গে মাটি চাপায় দেলোয়ার হোসেন (২৫) ও আলী মনসুর-(৩৫) নামে দুই ড্রেজার শ্রমিক নিহত হয়েছেন।

এসময় দোলোয়ারের ভাই আতিকুল ইসলাম আহত হন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার তাঁরাকান্দা উপজেলার শিমুলিয়া গ্রামে।

গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার কালিকচ্ছ ও বিশুতারা গ্রাম সংলগ্ন এলাকায় ফসলি জমিকে পুকুর করা কালে এই ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের সহায়তায় ডুবুরি দল আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পানির নীচ থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বুধবার রাত ১১ টার দিকে উপজেলার বিশুতারা গ্রামের ফসলি জমিতে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙ্গে মাটি চাপা পড়ে দুই শ্রমিক মাটির নিচে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মাটির নিচ থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।