সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

২০ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ

প্রকাশিতঃ ১০ জুলাই, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, জৈন্তাপুরে চিনির চালান আটকের পর ট্রাক বোঝাই ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে মহানগর পুলিশ। দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে সোমবার (৮ জুলাই) জব্দকৃত চিনির মূল্যে ২০ লাখ টাকা। মঙ্গলবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে জানান সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাহেল মোল্লা (৪৫) নামের একজনকে।

তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়।  মো. শহিদুল ইসলাম নামে আরেকজন পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় অবস্থান করার সময় মোগলাবাজার থানা পুলিশ গোপন সূত্রে খবর পায়, ভারত থেকে অবৈধ পথে চিনি আনা হচ্ছে। গোয়াইনঘাট থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-০৯৭০) গতিবিধি সন্দেহজন হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় ট্রাকে থাকা ৩৩৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ২০ লাখ চার হাজার টাকা। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কয়েক মাস ধরে প্রতিদিনই সিলেটে ভারতীয় চোরাই চিনির চালান আটক করছে পুলিশ।এতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার নাম সামনে এসেছে। ইতোমধ্যে গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন।