সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরকারি কর্তাদের দুর্নীতিতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: গণপূর্ত মন্ত্রী

প্রকাশিতঃ ১০ জুলাই, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘এতে দলের কিয়দংশ ক্ষুণ্ণ হচ্ছে, যদিও এরা কেউ দলের লোক নয়। আমাদের দলের ওপর এর প্রভাব পড়ে না; অন্যরা একথা অস্বীকার করলেও আমি অস্বীকার করবো না।’

বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, তা প্রমাণ হওয়া না হওয়া আদালতের ওপর নির্ভরশীল। আমি চাই দুর্নীতির সবগুলো ঘটনাই আদালতে যাক, সেখানে দোষী প্রমাণিত হলে তাদের বিচার হবে, শাস্তি হবে। পত্রিকার লিখনিতে বা টেলিভিশনের কণ্ঠে প্রমাণিত, এটা আমি বলতে পারবো না। কেননা আমি প্রমাণে বিশ্বাস করি, আদালতও প্রমাণে বিশ্বাস করে।’

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে মন্ত্রী হিসেবে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।