মাদক ব্যবসা ছাড়তে হবে, না হয় এলাকা ছাড়তে হবে : নবাগত পুলিশ সুপার
প্রকাশিতঃ ১০ জুলাই, ২০২৪
জেলা প্রতিনিধি,টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন গোলাম সবুর পিপিএম। মঙ্গলবার (৯ জুলাই) যোগদান করে তিনি বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের মাদক না হয় টাঙ্গাইল ছাড়তে হবে। এর আগে তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করেছেন।
মতবিনিময়সভায় নবাগত পুলিশ সুপার গোলাম সবুর বলেন, ‘টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য জেলা।
আমার প্রথম পদক্ষেপ হবে টাঙ্গাইলকে মাদকমুক্ত করা। যারা মাদক ব্যবসা করেন তাদের মাদক ছাড়তে হবে, না হয় টাঙ্গাইল ছাড়তে হবে। এ ছাড়া জনগণের জানমালের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, গোলাম সবুর ২০০৮ সালে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নাটোরের সন্তান। সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি রাজশাহী, মানিকগঞ্জ ও গাজীপুর, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া ও গাজীপুর, ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) হিসেবে তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।
তিনি কাজের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দুইবার আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত হয়েছেন। তিনি এক মেয়ে ও এক ছেলেসন্তানের জনক।