প্রেমিকাকে ভুলতে আধা মণ দুধ দিয়ে গোসল করলেন যুবক
প্রকাশিতঃ ০৯ জুলাই, ২০২৪
সোনার বাংলা ৭১ রিপোর্ট, ঋণের দায়ে চেকের মামলায় বাবা জেলে। মায়ের নামেও একই ঘটনায় রয়েছে মামলা। তারপরও প্রেমে ব্যর্থ হয়ে মাথা ন্যাড়া করে প্রায় আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন সিরাজগঞ্জের তাড়াশের এক যুবক। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে ঘটে এ ঘটনা ।
মাদ্রাসাপড়ুয়া ওই যুবকের নাম আবু হাসেম আল ওসামা (২১)। তিনি একই গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং পার্শ্ববর্তী সলঙ্গা থানার সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ওসামার দুধ দিয়ে গোসলের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন। তিনি বলেন, ছেলেটা প্রেমে ব্যর্থ হয়ে এমন ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।
হাসেম আল ওসামা জানান, কুড়িগ্রামের রৌমারি উপজেলা সদরের এক মেয়ের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তার। কিছুদিন কথোপকথনের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলে প্রায় সাড়ে তিন বছর। প্রেম চলাকালীন তাকে ভুলে না যাওয়া এবং কর্ম না থাকলেও বিয়ে করার প্রতিশ্রুতি দেন প্রেমিকা। কিন্তু হঠাৎ ওসামাকে ফেলে এক চাকুরীজীবী ছেলেকে বিয়ে করে নেয় মেয়েটি। এই খবর পেয়ে হতাশ হন ওসামা, বিচ্ছেদের শোকে প্রায় বছর দেড়েক চুল-দাড়ি কাটাননি তিনি। অবশেষে বন্ধুদের পরামর্শে মাথা ন্যাড়া করেন এবং দুধ দিয়ে গোসলের সিদ্ধান্ত নেন। এছাড়া ভবিষ্যতে আর প্রেম করবেন না বলেও শপথ করেন তিনি।
হাসেমের মা পিয়ারা বেগম বলেন, ‘বাবা-মা ছেলে-মেয়েদের কাছে অসহায়। তাই ছেলে যা করেছে তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’ এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’