সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রেললাইনের পাশে পড়ে থাকা পাঁচ মরদেহের পরিচয় ১১ ঘণ্টাতেও জানতে পারেনি পুলিশ

প্রকাশিতঃ ০৮ জুলাই, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী রায়পুরায় রেললাইনের পাশে পড়ে থাকা পাঁচ মরদেহের পরিচয় আট ঘণ্টাতেও জানতে পারেনি পুলিশ। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তারা পরিচয় শনাক্ত করতে পরেনি। নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. শহিদুল্লা বলেন, ‘লাশ পাওয়া গেছে অনেকক্ষণ সময় হয়েছে এটা সত্যি। এখনো কারো পরিচয় শনাক্ত হয়নি। আমাদের তদন্ত চলছে।’

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী রায়পুরায় রেললাইনের পাশ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, যে স্থানটিতে লাশগুলো পাওয়া গেছে সেখানকার দুই পাশে রেলের বড় বড় লোহার বেড়া রয়েছে। সেখান দিয়ে মানুষ যাতায়াত করে না। এ কারণে এই জায়গায় ট্রেনে কাটা পড়ে মৃত্যুর শঙ্কা কম। 

ডাইবেটিস রোগী প্রবীর কুমার সাহা বলেন, ‘আমি প্রতিদিন ভোরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাটাহাটি করি। রায়পুরা স্টেশনের পাশের রাস্তাটি দিয়ে আমার যাওয়া আসা। কোনো দিনই দেখিনি রেল লাইনের লোহাড় বেড়ার ভেতর দিয়ে মানুষকে চলাচল করতে। পাশেই একটি রাস্তা রয়েছে, সেখান দিয়েই মানুষ চলাচল করেন। আজ সকালে সড়ক দিয়ে যাওয়ার সময় আমি লাশগুলো দেখতে পাই। লাশগুলোর একটি থেকে অন্যটির দূরত্ব দেখে আমার মনে হয়েছে, তাদের অন্য কোথাও মেরে রেল লাইনের পাতে এনে ফেলে রেখেছে। ট্রেন যাওয়ার সময় লাশগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে।’

পেশায় চা বিক্রেতা ইকবাল হোসেন বলেন, ‘ট্রেনে কাটা পড়ে অনেক মানুষের মৃত্যু দেখেছি। এই পাঁচ জনের মৃত্যু আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। মারা যাওয়া ব্যক্তিদের শরীর থেকে মাংস বের হয়ে গেছে । চেহারা দেখার অবস্থায় নেই।’

এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. শহিদুল্লা বলেন, ‘কারো পরিচয় শনাক্ত হয়নি এখনো। আমাদের তদন্ত চলছে। তদন্তের পর বিষয়টা আমরা  বলতে পারবো। ধারণা করছি, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশিতা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে মারা যান তারা।’