সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নৌপথে চাঁদাবাজি, যুবলীগ সভাপতি সহ গ্রেফতার ৫

প্রকাশিতঃ ২৯ জুন, ২০২৪  

অনলাইন ডেস্ক:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে কয়লা, চুনাপাথর সহ বিভিন্ন মালবাহী নৌ পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে যুবলীগ সভাপতি সহ ৫ চাঁদাবাজকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার (২৮ জুন) বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর সংলগ্ন পাটলাই নদী থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল হক (৪৫), একই গ্রামের হাবিবুর রহমান (৪০), কুহিনূর মিয়া (৪০), এমরান মিয়া (৩২), কামরুল মিয়া (৪০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ এলাকার টুকেরবাজার নৌপুলিশের ইনচার্জ আতাউর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পাটলাই নদী পথে বিভিন্ন মালবাহী নৌ পরিবহনে চাঁদা আদায়ের সময়ে তাদের আটক করে পুলিশ। এসময় চাদা আদায়ের নগদ টাকা ও মোবাইল ফোন তাদের কাছ থেকে জব্দ করে পুলিশ।

টুকেরবাজার নৌ পুলিশের ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি নদী পাটলাই থেকে বিশেষ অভিযানে ৫ চাঁদাবাজকে আটক করা হয়েছে। আটক করার সময়ে চাঁদাবাজরা তাৎক্ষণিক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, নৌ পুলিশ ৫ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। আটককৃতদের বিরুদ্ধে নৌ পুলিশের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।