ইউএনও সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দুই ভাইস চেয়ারম্যানকে দাঁড় করিয়ে রাখার অভিযোগ
প্রকাশিতঃ ২৯ জুন, ২০২৪
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. হযরত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান হালুফা আক্তার হেপি প্রথম কার্য দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদেরকে বসতে না দিয়ে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের এ ঘটনা ঘটে। অনেকেই বলছেন, অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এই দুই জনপ্রতিনিধির সাথে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৭ জুন প্রথম কার্যদিবস শুরু করার আগে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হযরত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান হালুফা আক্তার হেপি ইউএনও অতীশ দর্শী চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান।
তখন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে বসার আসন দেওয়া হলেও দাঁড় করিয়ে রাখা হয় ভাইস চেয়ারম্যান হযরত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান হালুফা আক্তার হেপিকে।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান মো. হযরত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান হালুফা আক্তার হেপি বলেন, ‘প্রথম দিনেই ইউএনওর সাথে সাক্ষাৎ করতে গিয়ে আমাদের সমর্থকসহ আমরা দাঁড়িয়ে ছিলাম। বিষয়টি আমাদের কাছে খুব খারাপ লেগেছে। ইউএনওর আন্তরিকতার অভাব ছিল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেন, ‘আমরা ইউএনওর সাথে সাক্ষাৎ করার আগে তাকে মুঠোফোনে অবগত করেছিলাম। তারপরেও দুই ভাইস চেয়ারম্যানকে দাঁড় করিয়ে রাখা হয়।
এ ব্যাপারে জানতে ইউএনও অতীশ দর্শী চাকমার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।