রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার!
প্রকাশিতঃ ২৫ জুন, ২০২৪
জেলা প্রতিনিধি,
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় আনোয়ার হোসেন খোকন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেলের দিকে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর রেলস্টেশনের পাশে কাটাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৫৫) খোকন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মহেশপুর গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় লোকজন জানান, তারা দুপুর তিনটার দিকে কাটাপুল এলাকায় রেল লাইনের পাশের একটি তালগাছের নিচে আনোয়ার হোসেনকে পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ আগে এই রেল সড়কে ময়মনসিংহমূখী মোহনগঞ্জ এক্সপ্রেট ট্রেন গেছে।
ধারণা করা হচ্ছে, তিনি হেটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এর পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ দেখতে পেয়ে রেলপুলিশে খবর দেওয়া হয়। বিকেলে পুলিশ এসে মরদেহের সুরতহাল তৈরি করে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করে।
স্থানীয় আবুল কালাম বলেন,নিহত ব্যক্তির স্বজনেরা লাশ নিয়ে গেছে। তিনি স্বজনদের বরাতে জানিয়েছেন, আনোয়ার হোসেন ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছিল। এর পর তার লাশ পাওয়া যায় রেল লাইনের পাশে। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নিহতের ছেলে সাজিদ হোসেন এসেছিলেন। সবাই ধারণা করছে, মোবইলে কথা বলার সময় হয়তো অসাবধানতাবসত দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান যায়যায়দিনকে বলেন,’স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। স্টেশনের উত্তর দিকে ৩৩২/০ কিলোমিটার পয়েন্টে অজ্ঞাত একজনের মরদেহ পড়ে আছে। আমরা রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি।’