সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফুলপুরে ঈদের জামাত
প্রকাশিতঃ ১৬ জুন, ২০২৪
জেলা প্রতিনিধি,সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এবার ময়মনসিংহের ফুলপুরেও পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুন) উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা পশ্চিমপাড়া গ্রামের একটি মাঠে এই জামাত অনুষ্ঠিত হয়। এ দিন সকাল ৯ টায় হাটপাগলা মাঠে মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ।
নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, সারা পৃথিবীতে ঈদ হচ্ছে সে হিসেবে আমরাও পালন করছি।
জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল আযহা সোমবার (১৭ জুন) নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় রবিবার (১৬ জুন) উদযাপিত হচ্ছে ঈদ। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদ জামাতে অংশ নেন।