মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাঁচ বছর বয়সী কন্যাকে হত্যার পরে পিতার আত্মহত্যা

প্রকাশিতঃ ১২ জুন, ২০২৪  

জেলা প্রতিনিধি,বরিশাল নগরীর কাউনিয়ায় পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে জবাই করে বাবা আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বুধবার (১২ জুন) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার শিশু কন্যা হলো পাঁচ বছর ৫ মাস বয়সী রাবেয়া বশরী রোজা। তাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করে পিতা মোহাম্মদ নাঈম হাওলাদার (৩৪)। নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।পরিবারের বরাতে কাউ‌নিয়া থান‌ার এসআই আরাফাত হাসান বলেন, চারমাস পূর্বে স্ত্রীর সাথে বিচ্ছেদ হয় নাঈ‌মের। মঙ্গলবার রাতে ফোন করে স্ত্রী তা‌কে জানিয়েছে সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই বটি দিয়ে কন্যাকে জবাই করে হত‌্যা ক‌রে। পরেনিজের গলা কেটে আত্মহত্যা করে সে। একই ঘ‌রের সাম‌নের রুমে বোন থাকলেও তারা টের পায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে।