সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অবৈধভাবে বালু উত্তোলনে গ্রেফতার ২

প্রকাশিতঃ ১১ জুন, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট, ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার অপরাধে বালু বোঝাই নৌকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

ভোররাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও মরা চেলা নদী থেকে তাদের আটক করে নৌ-পুলিশ। আটককৃতরা হলেন- সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের আব্দুর রহিমের পুত্র মানিক মিয়া (৩০) ও একই গ্রামের মৃত আঞ্জু মিয়ার পুত্র চেরাগ আলী (৫২)। জানা যায়, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মরা চেলা নদী থেকে চোরাই পথে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ-পুলিশের এসআই আতিক আনোয়ার বাবনগাঁও এলাকার মরা চেলা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮০০ ঘনফুট বালুসহ একটি স্টিল বডির নৌকা আটক করেন। এ ঘটনায় নৌ-পুলিশের এসআই ফরিদ উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ছাতক থানায় একটি মামলা (নং-১২/১২১ তাং-০৯.০৬.২৪) দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে বালুসহ নৌকাটি নৌ-পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক নৌ-পুলিশের এসআই আতিক আনোয়ার।