টিসিবির ৩০ কার্টন সয়াবিন তেলসহ আটক এক
প্রকাশিতঃ ০৬ জুন, ২০২৪
জেলা প্রতিনিধি,বাগেরহাটের মোল্লাহাটে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৩০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মোল্লাহাট উপজেলার চুন খোলা গ্রামের একটি বাড়ি থেকে বিক্রয় নিষিদ্ধ এই ভোজ্যতেল উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক আশিকুর রহমানকে আটক করে পুলিশ।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, মেসার্স সিকদার এন্টারপ্রাইজের ডিলার সাবরাজ শিকদার ন্যায্যমূল্যে বিক্রির টিসিবির তেল উত্তোলন করে গোপনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আশিকুর রহমানের বাড়িতে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কার্টনে ৫৪০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ বিষয়ে মোল্লাহাট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।এ ঘটনায় আরও কারা জড়িত আছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।