যানজট নিরসনে সড়কে উপজেলা চেয়ারম্যান
প্রকাশিতঃ ০২ জুন, ২০২৪
সোনার বাংলা ৭১ রিপোর্ট, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ব্যস্ত সড়কে নেমে যানজট নিরসনের চেষ্টা করছেন সদ্য নির্বাচিত স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। মাঝে দাঁড়িয়ে হাত নেড়ে ও এক লেনে গাড়ি চলতে নির্দেশনা দিচ্ছিলেন। সে নির্দেশনা মেনে গাড়ি চলাচল শুরু হলে কমতে থাকে যানজট।
সড়কে চেয়ারম্যানের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। রোববার (২ জুন) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের ফুলপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করেন উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান।
ঘটনার প্রত্যক্ষদর্শী সেকান্দর আলী বলেন, ট্রাফিক না থাকায় কোনো নিয়ম মানছিলেন না চালকরা। এতে দীর্ঘ এক কিলোমিটার যানজট লেগে যায়। চেয়ারম্যান মহোদয় ট্রাফিকের ভূমিকা অবতীর্ণ হয়ে যানজট নিরসন করেন।
যানজট নিরসনে উপজেলা চেয়ারম্যানের সড়কে নামা ইতিবাচক বলে মনে করেন ফুলপুর নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষজন। তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য চেয়ারম্যান মহোদয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটা আমাদের জন্য উৎসাহ। ট্রাফিক বিভাগ, বিআরটিএ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে বসে কার্যক্রম চালাতে পারেন তিনি। মানুষ চায়, যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে।
উপজেলার বাসিন্দারা বলছেন, পৌর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ভেতরে অবাধে বিভিন্ন দোকানপাট বসা এবং সিএনজি, মিশুক ও অটোরিকশায় যানজট বেড়েই চলছে। নষ্ট হচ্ছে উপজেলা মানুষের কর্মঘণ্টা। ট্রাফিক বিভাগ সড়ক নিয়ন্ত্রণ করতে না পারায় ভোগান্তি পোহাচ্ছে মানুষ।
অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সড়কে যানজটের সমস্যা অনেকদিন ধরে। চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সড়কে দাঁড়িয়ে কাজটি করেছি। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন, তাদের প্রতি আহ্বান থাকবে যানবাহনের চালকদের সচেতন করলে এবং অটোরিকশা এক লাইনে চললে আশা করি যানজট হবে না।