স্ত্রী হত্যায় ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার
প্রকাশিতঃ ১৭ মে, ২০২৪
সোনার বাংলা ৭১ রিপোর্ট, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ২২ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার সামছুদ্দিন (৫৫) জেলার সদর উপজেলার মাইজছড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জের চৌরাস্তা পৌর বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ সিপিসি-৩ সূত্রে জানা যায়, আসামি সামছুদ্দিনসহ জয়নাল আবেদীন, মনোয়ারা বেগম ও বিলকিস বেগম একে অপরের সহযোগিতায় পরস্পর যোগসাজশে ভিকটিম আয়েশা খাতুনকে শারীরিক নির্যাতন ও গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনায় সুধারাম থানার এএসআই মো. মোখলেছুর রহমান নিজে বাদী হয়ে ১৩ জুন ২০০২ সালে সুধারাম থানায় এজাহার দায়ের করেন।
উক্ত হত্যা মামলায় বিচারিক কার্যক্রম শেষে ৩০ জুলাই ২০০৯ সালে আসামি সামছুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত। হত্যার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।