সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

প্রকাশিতঃ ১৭ মে, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট, গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনা হতাহতের কোন ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচলে কোন ধরনের বিঘ্ন ঘটেনি। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় সোয়া ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর রেলস্টেশনে গিয়ে যাত্রা বিরতি করে। এসময় দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পাশে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে তাৎক্ষনিকভাবে ট্রেনের চালকসহ অন্যান্যরা গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ৭টা ২০মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ট্রেনের ইঞ্জিনের তেমন কোন ক্ষয়—ক্ষতি হয়নি।

পরবর্তীতে ট্রেনটি যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ত্যাগ করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টেশন মাস্টার মোঃ সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে যমুনা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে ১ নাম্বার লাইনে প্রবেশ করে। গার্ড কিছুক্ষণ পর আমাকে অবগত করেন ইন্জিন থেকে ধোয়া বের হচ্ছে। আপনি ফায়ার সার্বিস খবর দেন। আমি গার্ড সাহেবের কথায় তৎক্ষনাৎ শ্রীপুর ফায়ার সার্ভিস ফোন করে সহযোগিতা চাই।

তারপর ঘটনাস্থলে অর্থাৎ ইন্জিনের কাছে গিয়ে আগুন ধরার আগেই আমাদের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ৫ মিনিটের মাথায় নিয়ন্ত্রণে আনা হয়। তখন সাথে সাথেই ফায়ার সার্ভিসকে আসতে না করি এবং ইন্জিন ভাল মত চেক করে ৩০ মিনিট পর ট্রেনটি গন্তব্যের দিকে যাত্রা শুরু করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: বেলাল আহমেদ জানান, ট্রেনে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা পৌঁছার আগেই স্টেশনের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারন জানা সম্ভব হয়নি।