বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরাইলে শের আলম ও নাসিরনগরে রোমা আক্তার বিজয়ী

প্রকাশিতঃ ০৯ মে, ২০২৪  

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম ও নাসিরনগর উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোমা আক্তার বিজয়ী হয়েছেন।

সরাইল উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম (মোটর সাইকেল প্রতিক) ৩৯ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর ( ঘোড়া প্রতিক) পেয়েছেন ২৮ হাজার ৮৩৪ ভোট।

অপরদিকে নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোমা আক্তার (ঘোড়া প্রতিক) ৩৪ হাজার ০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমরাও খান (আনারস প্রতিক) পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।

ভোট গননা শেষে জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।