সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ

প্রকাশিতঃ ০৪ মে, ২০২৪  

জেলা প্রতিনিধি,ফটিকছড়িতে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে শুক্রবার উপজেলার বিবিরহাটে লিফলেট বিতরণ করেছে ফটিকছড়ি পৌরসভা বিএনপি।

ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন এর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপি’র সদস্য সচিব আবুল কালাম এর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। উপস্থিত ছিলেন- ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য নাজিম উদ্দিন শাহীন, শাহরিয়ার চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক নূরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মুনসুর, পৌরসভা বিএনপি’র সদস্য আবদুল আজিজ, মোঃ আলম, নজরুল সরকার, মাহাবুল আলম, জসিম উদ্দিন নান্নু, সাহাবুউদ্দিন মিন্টু, আহাসান হাবিব, জেলা যুবদল সম্পাদক জালাল চৌধুরী, মোশারাফুল আনোয়ার মশু, রশিদ চৌধুরী, প্রিন্স ওমর ফারুক, ইব্রাহিম, মোজাহারুল ইকবাল লাভলু, সুজন প্রমুখ।