সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার

প্রকাশিতঃ ০২ মে, ২০২৪  

বিশেষ প্রতিনিধি,গাজীপুরের পুবাইল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতরি কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশি অস্ত্র। বুধবার (১ মে) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। গত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন মাদারীপুর জেলার কালকিনি থানার বছা নতুন বাজার গ্রামের মৃত মিয়া চান সর্দারের ছেলে আব্দুল মালেক (৫২), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার আছর উদ্দিনের ছেলে শামীম (৩০) ও শরীয়তপুর জেলার নড়িয়া থানার চণ্ডিপুর গ্রামের আতাউর আলীর ছেলে মো. শাওন (৩০)।

পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পুবাইল থানাধীন মাজুখান নিমতলি ব্রিজের পূর্ব পাশে ফাঁকা জায়গা থেকে বেশ কয়েকজন লোক আশপাশের কোথাও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদ থানা পুলিশের কাছে পৌঁছলে পুলিশের একটি দল ওই স্থানে হানা দিয়ে উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি কুড়াল ও তিনটি ছোরা উদ্ধার করে। 

এ ব্যাপারে থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বুধবার বিকেলে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।