সরাইলে বাবা-মায়ের ঝগড়া থামাতে থানায় ৬ বছরের শিশু
প্রকাশিতঃ ৩০ এপ্রিল, ২০২৪
বিশেষ প্রতিনিধি, খুব সাধারণ বিষয় নিয়ে মা-বাবার মধ্যে ঝগড়া লেগে থাকত এবং সেটা নিয়মিত। ছয় বছরের শিশুর কাকুতিমিনতিও ঝগড়া থামাত না। এসব সহ্য হচ্ছিল না শিশুটির। উপায়ন্তর না দেখে ঝগড়া থামাতে থানায় হাজির হয় সে। খুঁজে বের করে ওসিকে।
অভিযোগ শোনে পুলিশ। পরে তাকে নিয়ে বাড়িতে যায়। ডেকে আনে শিশুটির বাবাকে। তাৎক্ষণিক মা-বাবা অঙ্গীকার করেন, আর কখনো ঝগড়া না করার। এতে খুশি শিশুটি পুলিশকে হাসিমুখে বিদায় দেয়।
গত রোববার (২৮ এপ্রিল) ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রাতবাজার এলাকায়। শিশুটির অভিযোগ শুনে তার বাড়িতে পাঠানো হয় সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামকে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ এমরানুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, দুপুরে হঠাৎ এক শিশু থানায় হাজির হয়। পরে সে তার বাবা-মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে নানা অভিযোগ করে। শিশুটির অভিযোগ শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।