সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রকাশিতঃ ৩০ এপ্রিল, ২০২৪  

সোনার বাংলা ৭১ রিপোর্ট,কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলীনগর এলাকায় মেসার্স তাবিয়া ব্রিকস্ ইটভাটায় বিরুদ্ধে ইট প্রস্তুত ভাটা নিয়ন্ত্রন স্থাপন আইন লংঘন করে ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মেহেদী হাসান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন। তাকে সহযোগিতা করেন পরিদর্শক রাখিবুল হাসানসহ অন্যান্য কর্মচারীবৃন্দ ও জেলা পুলিশ লাইন্সের একদল পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন জানান, পরিবেশ দূষণের বিরুদ্ধে ইট ভাটার এ অভিযান অব্যাহত থাকবে।