মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারতীয় ১৮টি গরুসহ ৩চোরাকারবারি আটক

প্রকাশিতঃ ২৬ এপ্রিল, ২০২৪  

অনলাইন ডেস্ক: এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় ১৮টি গরুসহ তিন চোরাকারবারিকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১১ টার দিকে উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের দিকনির্দেশনায় এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার (এসি)-এর নেতৃত্বে একদল টহল পুলিশ বড়শালা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তিনটি ডিআই পিকআপে ১৮ টি ভারতীয় গরুসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন, মো. জসিম উদ্দিন (৩৫), সাদেক মিয়া (৪২) ও মো. রহিস মিয়া (৩৯)। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এয়ারপোর্ট থানায় মামলা (নং২৩) রুজু করা হয়েছে।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ কমিশনারের নির্দেশনামতে চোরাচালান প্রতিরোধে এসএমপির ডিবি ও থানা পুলিশ একযোগে কাজ করবে।