ডিবির জালে ৭ জুয়াড়ি আটক
প্রকাশিতঃ ২৬ এপ্রিল, ২০২৪
বিশেষ
প্রতিনিধি,সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন চাষনী পীর মাজারের পাশে কলবাখানী আ/১১ এলাকা থেকে শীলং তীরের ৭ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন -এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম তাদের আটক করে। আটকরা হলেন, সাইফুল ইসলাম (২৮), জালাল হোসেন (৪৪), লালন মিয়া (৩৫), নুরুল ইসলাম (৩৫), সুমন ঠাকুর (২৩), আনা মিয়া (৪৯) ও সুজন আহমদ (২৯)।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ কমিশনারের নির্দেশে এসএমপি এলাকার বিভিন্ন অপরাধ দমনে থানা ও ডিবি পুলিশ সক্রিয় রয়েছে।