সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪

প্রকাশিতঃ ২৩ এপ্রিল, ২০২৪  

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জের ভৈরবে তৈয়ারিচর গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তৈয়ারিচর গ্রামের খালাসি বাড়ি ও সিরার বাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন আগে তৈয়ারিচর গ্রামের খালাসি বাড়ির বাবু মিয়া ও সিরার বাড়ির জয়নাল মিয়ার নাতির সঙ্গে নারী সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার খালাসি বাড়ি ও সিরার বাড়ির মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।